ইসরায়েলের বিমানবন্দর লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, লোহিত সাগরে দ্বিতীয় জাহাজ ডুবেছে

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার (১০ জুলাই) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে এটি ছিল একটি “গুণগত সামরিক অভিযান”।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরে আঘাত হানার আগেই সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
এর আগেই চলতি সপ্তাহে লোহিত সাগরে ম্যাজিক সিস এবং ইটার্নিটি-সি নামের দুটি বিশাল জাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দেয় হুতিরা। সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, গত সোমবার ইটার্নিটি-সি জাহাজে হামলায় চার নাবিক নিহত হন এবং অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ছয়জনকে হুতিরা আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে।
হুতি মুখপাত্র দাবি করেছেন, আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে তারা উদ্ধার করে চিকিৎসার জন্য নিরাপদ স্থানে রেখেছেন।
জানা যায়, ইটার্নিটি-সি জাহাজে মোট ২৫ জন নাবিক ছিলেন। হামলার পর মঙ্গলবার সেটি পুরোপুরি ডুবে যায়। এর আগে হুতিরা ম্যাজিক সিস জাহাজেও হামলা চালায়।
হুতিরা বলছে, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোকেই তারা লক্ষ্যবস্তু করছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের জবাবে এসব হামলা চালানো হচ্ছে।
২০২৩ সালের নভেম্বরে হুতিরা প্রথম বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। এরপর থেকে এখন পর্যন্ত তারা প্রায় ১০০টির বেশি জাহাজে হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।