ফ্যাশন নাকি ফ্যাসকো? বিতর্কে নেহা কক্করের পোশাকচয়ন

জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কক্কর আবারও খবরের শিরোনামে। গান নয়, বরং এবার উদ্ভট ফ্যাশন সেন্স ঘিরে শুরু হয়েছে চর্চা, বিতর্ক ও ট্রোলের ঝড়। এর আগেও দেরিতে শো-তে উপস্থিত হয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নেহা। এবার বিতর্কের কেন্দ্রে তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি আদুরে ছবি পোস্ট করেন নেহা কক্কর, যেখানে তার হাতে ছিল একটি লাবুবু ডল। কিন্তু দর্শকদের নজর গিয়ে পড়ে তার পোশাকের দিকে— যেখানে দেখা যায়, সাদা ক্রপ টপের উপর নীল রঙের ব্রা, আর ট্র্যাক প্যান্টের ভেতর থেকে স্পষ্ট রঙিন জিম অন্তর্বাস। চোখে রোদচশমা, মুখে হাসি—চরিত্রগত চঞ্চলতায় পূর্ণ সেই ছবিটি অনেকের চোখে অতিরিক্ত সাহসী ও অস্বস্তিকর।
ছবি প্রকাশের পরপরই নেটমাধ্যমে কটাক্ষের বন্যা বইতে শুরু করে। কেউ লিখেছেন, “অন্তর্বাসই যদি দেখাতে হয়, তাহলে আর পোশাক পরার কী দরকার!”
আরেকজন মন্তব্য করেছেন, “এ কোন দুনিয়ার ফ্যাশন!”
কেউ আবার সরাসরি কটাক্ষ করেছেন বলেই, “এখন আবার কখন কাঁদবে দেখবেন!”
তবে সমালোচনার মাঝেও নেহার পাশে দাঁড়িয়েছেন তার ভক্তরা। এক অনুসারী লিখেছেন, “ও জানে কী পরে বেরিয়েছে। যেটা ভালো লেগেছে, সেটাই করেছে।”
অন্য একজন হালকা মজা করে লেখেন, “লেডি সুপারম্যান নাকি যে পোশাকের উপর অন্তর্বাস পরে এসেছে!”
নেহা নিজে এখনও এই বিতর্ক নিয়ে মুখ খোলেননি। তবে শিল্পীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি এই ট্রোল বা কটাক্ষ নিয়ে একদমই বিচলিত নন। বরং তার মতে, নিজেকে যেমনভাবে উপস্থাপন করতে চান, সেটাই তার নিজস্ব স্বাধীনতা।
উল্লেখ্য, মাসখানেক আগেই এক বিদেশি শোতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে পৌঁছান নেহা, ফলে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন দর্শকরা। অনেকে মোটা অঙ্কের টিকিট কেটে ঘণ্টাখানেক অপেক্ষা করেছিলেন। সেই সময়ও নেহার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল।
ফ্যাশন জগতে সাহসী এক্সপেরিমেন্ট নতুন কিছু নয়। কিন্তু নেহা কক্করের সাম্প্রতিক পোশাকচয়ন নিয়ে যেভাবে ভবিষ্যৎতাড়িত সমালোচনা ও বিদ্রুপ চলছে, তা আবারও প্রশ্ন তোলে— একজন নারী তার পোশাকের স্বাধীনতা আদৌ কতটা উপভোগ করতে পারেন সমাজের চোখ রাঙানি ছাড়াই?