অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন আর নেই

প্রখ্যাত অস্ট্রেলীয় অভিনেতা জুলিয়ান ম্যাকমাহন ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুবরণ করেছেন। বুধবার (২ জুলাই) ক্লিয়ারওয়াটারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।
‘নিপটাক’ ও ‘চার্মড’–এর মতো জনপ্রিয় টিভি সিরিজে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান এই অভিনেতা। স্ত্রী কেলি পানিয়াগুয়া এক বিবৃতিতে বলেন, “জুলিয়ান অসাধারণ মানুষ ছিলেন। তিনি মানুষকে হাসাতে ভালোবাসতেন, আর তার ভক্তদের প্রতি ছিল সীমাহীন শ্রদ্ধা ও ভালোবাসা।”
অভিনয়জীবনে ম্যাকমাহনের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘চার্মড’-এ অতিপ্রাকৃত থ্রিলার চরিত্র, এবং ‘নিপটাক’-এ প্লাস্টিক সার্জন ড. ক্রিশ্চিয়ান ট্রয়ের ভূমিকায় অনবদ্য অভিনয়। এই চরিত্রের জন্য তিনি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়নও পেয়েছিলেন।
তিনি মার্ভেল সিরিজের ‘ফ্যান্টাস্টিক ফোর’ (২০০৫ ও ২০০৭)-এ কুখ্যাত ভিলেন ডক্টর ডুমের চরিত্রে অভিনয় করেন। এছাড়া ‘এফবিআই: মোস্ট ওয়ানটেড’ সিরিজের তিনটি সিজনে অংশ নেন।
অভিনয় ছাড়াও জুলিয়ান ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী স্যার উইলিয়াম ম্যাকমাহনের পুত্র। ব্যক্তিজীবনে তিনি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্ত্রী ছিলেন অস্ট্রেলীয় গায়িকা ও অভিনেত্রী ড্যানি মিনোগ।
তার সহ-অভিনেতা ডিলান ওয়ালশ এক আবেগঘন বার্তায় বলেন, “আমরা একসঙ্গে একটি অসাধারণ সফর শুরু করেছিলাম। জুলস, তুমি শান্তিতে বিশ্রাম নাও, বন্ধু।”