শাকিব খান: ক্যারিয়ারের কঠিন সময় পেরিয়ে ‘প্রিয়তমা’ দিয়ে ফিরেছেন বাংলার সুপারস্টার

বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান তার ক্যারিয়ারের সুনাম ফিরে পেয়েছেন হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি শাকিবের ‘সেকেন্ড ইনিংস’ হিসেবে পরিচিতি পেয়েছে। শাকিব নিজেই বলেন, “প্রিয়তমার মুক্তির পর এত মানুষের ভালোবাসা পেয়েছি যা কল্পনাও করিনি। প্রথমবার আমাদের সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সফল হয়েছে।”
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও শাকিবের কাজ ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। তিনি বলেন, “শাকিব নিজেই উন্নতি করেছেন এবং কঠিন পরিস্থিতিতেও নিজের কাজ দিয়ে সবকিছুর জবাব দিয়েছেন।”
শাকিব আরও জানান, আমেরিকা থেকে ফিরে এক সময় তাকে ‘ডেড হর্স’ হিসেবে আখ্যায়িত করা হলেও, এখন সেই ‘ডেড হর্স’ চরেই তিনি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
‘প্রিয়তমা’র পর মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘বরবাদ’ সিনেমাগুলোও ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ‘বরবাদ’ মুক্তির পর দেশের কয়েকটি সিনেমা হলে মিডনাইট শো চলেছে, যা তার ক্যারিয়ারে বিরল ঘটনা।
বর্তমানে শাকিব ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে আবারো দর্শকের হৃদয় জয় করেছেন। এছাড়া, তিনি নতুন সিনেমার কাজেও ব্যস্ত; আগামীতে আবু হায়াতের প্রযোজনায় একটি অ্যাকশন ও মানবিক চলচ্চিত্রে তাকে দেখা যাবে। সিনেমাটির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে শুটিং শুরু হবে শিগগিরই