তানজিন তিশা বললেন, পাঁচ বছরের মধ্যে ‘বিয়ে ও মা’ হবেন

বিনোদন জগতের জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ টকশোতে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টিভি চ্যানেল ‘ঠিকানা টিভি’র ইউটিউব চ্যানেলে গত শুক্রবার রাত ৮টায় প্রচারিত ওই টকশোর প্রথম পর্বে উপস্থিত ছিলেন তিশা। সেখানে উপস্থাপক ও আলোচিত অভিনেতা জায়েদ খান তাকে প্রশ্ন করেন, আগামী পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চায়?
এ প্রশ্নের জবাবে তানজিন তিশা সরাসরি জানান, “আই উইল বি আ মাদার। এর মধ্যে আমি বিয়ে করব। মা হব।”
তিশা আরও বলেন, “মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফও গুরুত্বপূর্ণ। সেটিকে লুকানোর কিছু নেই, এড়িয়ে যাওয়ারও সুযোগ নেই।”
টকশোর সময় তিশা মজার ছলে জায়েদ খানের কাছেও বিয়ের প্রশ্ন ছুঁড়ে দেন, যার উত্তরে সেখানকার পরিবেশ আরও জমে ওঠে।
‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ টকশো প্রতি শুক্রবার অনুষ্ঠিত হবে এবং সেখানে বিভিন্ন তারকা অতিথি নিয়ে আলোচনার মাধ্যমে বিনোদনপ্রেমীদের জন্য জমজমাট সময় উপহার দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে।