শাকিব খানের মতোই হতে চান ভাবনা, বললেন‘নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয়’

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বরাবরই লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করেন। খুব কমই দেখা যায় তাকে সংবাদমাধ্যমে কিংবা কোনো টেলিভিশন অনুষ্ঠানে। জনপ্রিয় এই নায়কের এই ‘দুর্লভ’ উপস্থিতিই অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে দারুণভাবে মুগ্ধ করেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাবনা বলেন,শাকিবকে বিজ্ঞাপনে দেখবেন না, কোনো ইন্টারভিউয়ে দেখবেন না—কারণ তিনি এতটা অ্যাভেইলেবল না। নায়ককে সবসময় আড়ালেই থাকতে হয়। কারণ দর্শক যখন টিকেট কেটে সিনেমা হলে যাবেন, তখন এমন কাউকেই দেখতে যাবেন, যাকে সচারচর দেখা যায় না। তিনি জানান, শাকিব খানের এই অবস্থানই তার অনুপ্রেরণা হয়ে উঠেছে। নিজেও শাকিবের মতোই অভিনয়ের বাইরে কম থাকতেই চান।
ভাবনা বলেন,আমি না, শাকিব খানের মতোই হতে চাই। যে কারণে তিন বছর ধরে নাটক বা ছোট পর্দায় কাজ করছি না। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমনকি কোথাও ইন্টারভিউও দিচ্ছি না। শাকিবের সাম্প্রতিক সিনেমা বরবাদ নিয়ে তিনি আরও বলেন,বরবাদ সিনেমায় শাকিব খানের লুক ছিল সুপারব। আমি নিজেও কখনো সুযোগ পেলে তার নায়িকা হতে চাইবো।”
দীর্ঘদিন পর্দার বাইরে থাকলেও ভাবনা জানিয়েছেন, তিনি ফিরছেন চমক নিয়েই, এবং বড়পর্দায়ই তার বর্তমান মনোযোগ।