নকল নন, নিজেই একটি ব্র্যান্ড: শাহরুখ খানসদৃশ ইব্রাহিম কাদরীর গল্প

একজন মানুষ, যার চেহারা হুবহু বলিউড বাদশা শাহরুখ খানের মতো। নাম ইব্রাহিম কাদরী। আজ তিনি ভাইরাল এক মুখ, সোশ্যাল মিডিয়ার আলোচিত চরিত্র, আর আয় করেন প্রতি শোতে দেড় থেকে আড়াই লাখ টাকা! অথচ তার জীবনের শুরুর গল্প একেবারেই ভিন্ন।
গুজরাটের জুনাগড়ে বেড়ে ওঠা ইব্রাহিম কাদরীর জীবনের শুরু ছিল একেবারে সাদামাটা। কিশোর বয়স থেকেই মানুষ তাকে ডাকত “শাহরুখ” বলে। স্কুল-কলেজে পড়ার সময় সহপাঠীদের কাছেও তার চেহারার মিল নিয়ে ছিল কৌতূহল। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন—তাকে জীবিকার জন্য দেয়াল, হোর্ডিং আর দোকানের সাইনবোর্ডে রং তুলতে হতো।
“আমার রোজগারের সবটাই যেত খাবার আর বিল মেটাতে,” স্মৃতিচারণে বলেন ইব্রাহিম।
‘রইস’ বদলে দেয় গল্প
২০১৭ সালে শাহরুখ খানের ‘রইস’ সিনেমা মুক্তি পাওয়ার পরই ইব্রাহিম সিদ্ধান্ত নেন এই চেহারার মিলকে কাজে লাগাবেন। তখন থেকেই ভাইরাল হতে শুরু করেন তিনি। তার গোঁফ-দাড়ি, চুলের স্টাইল এমনভাবে মিলে গিয়েছিল যে, মানুষ তাকে ঘিরে উন্মাদনায় ফেটে পড়ত। একবার তো রাজকোটের খান্ধেরি স্টেডিয়ামে পুলিশের হস্তক্ষেপ ছাড়া তিনি বের হতেও পারেননি।
"প্রায় ২ ঘণ্টা আটকে ছিলাম। তখনই বুঝলাম, এই ব্যাপারটা কতটা বড় হতে পারে," বলেন তিনি।
কপি করাও একটা শিল্প
ইব্রাহিমকে বহুবার “ডুপ্লিকেট”, “লুকঅ্যালাইক”, “কপিক্যাট” বলে খোঁটা শুনতে হয়েছে। কিন্তু তিনি দমে যাননি। উল্টো বলেন,
“কপিও একটা শিল্প। পুরো পৃথিবীই তো অনুপ্রেরণার ওপর দাঁড়িয়ে আছে। আমি সেটাকেই গুরুত্ব দিয়ে নিয়েছি।”
আজ তার প্রতি শোতে আয় দেড় থেকে আড়াই লাখ টাকা, যেখানে এক সময় অন্য শাহরুখ-সদৃশ শিল্পীরা পেতেন মাত্র ২০০০ থেকে ৫০০০ টাকা। তিনি বলেন,
“আমি ২ টাকার মাস্ক নই। আমি একটা মানদণ্ড তৈরি করেছি।”
স্বপ্নের মতো শাহরুখ খান
চেহারা মিলের কারণে তিনি কি কখনো শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চেয়েছেন?
এই প্রশ্নে তার জবাব আরও চমকপ্রদ—
"না, কখনো না। শাহরুখ আমার জন্য স্বপ্নের গাড়ি, যেমন ফেরারি। আপনি তার স্বপ্ন দেখেন, কিন্তু চালাতে চান না। দেখা করে সেই স্বপ্নের থ্রিলটা হারাতে চাই না।”
‘বয়স কেবল একটা সংখ্যা’
বর্তমানে ৪৯ বছর বয়সী ইব্রাহিম কাদরী মনে করেন, "বয়স মন মানে না। আমি বাচ্চাদের সঙ্গে খেলি, হাসি। তাই নিজেকে তরুণ বলেই ভাবি।"
ইব্রাহিম কাদরীর গল্প কেবল একজন নকল শিল্পীর নয়, বরং একজন স্বপ্নবাজ মানুষ, যিনি নিজের সীমাবদ্ধতাকে শক্তিতে রূপ দিয়েছেন। অনুকরণ করেও কীভাবে একজন নিজস্ব পরিচিতি তৈরি করতে পারে, তার বাস্তব উদাহরণ তিনি।