লন্ডনে রোমান্স, কলকাতায় ট্র্যাজেডি? ‘প্রজাপতি ২’ নিয়ে চমক

টালিউডের জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী দেব ও নায়িকা ইধিকা পালের দ্বিতীয়বারের রোমান্স হতে পারে ‘প্রজাপতি-২’ সিনেমায়। তবে দেব, পরিচালক অভিজিৎ সেন ও প্রযোজক অতনু রায়চৌধুরী এ নিয়ে এখনও মুখ খুলেননি। অভিনেত্রী ইধিকাও রহস্যেই রয়েছে।
লন্ডনে ১৮ দিনব্যাপী শুটিং শেষ করে সম্প্রতি কলকাতায় ফিরেছে সিনেমার টিম। পরিচালক অভিজিৎ সেন বলেন, শুটিংয়ের পাশাপাশি অবসর সময়টি সবাই উপভোগ করেছে। দেব মা-বাবার সঙ্গে আরও দুই দিন বিদেশে কাটাবেন, তারপর ফের শুটিং শুরু হবে।
গুঞ্জন উঠেছে, বিদেশের মাটিতে ছোটপর্দার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে দেবের রোমান্সের পর এবার কলকাতায় নায়িকা ইধিকা পালের সঙ্গে তার রোমান্স রয়েছে। কিন্তু শোনা যাচ্ছে, ইধিকার চরিত্রটি চিত্রনাট্যের খাতিরে শেষ পর্যন্ত সিনেমায় না থাকতেও পারে—যার অর্থ হতে পারে তার বিয়োগান্তক পরিণতি।
এই খবর ছড়িয়ে পড়তেই টালিপাড়ায় বিস্ময়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে।