হৃতিক রোশনের চোখে অনুপ্রেরণা, হাত বাড়ালেন চোখ দানে

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের সুঠাম দেহগঠন ও পেশিবহুল চেহারায় অনুপ্রাণিত হন আট থেকে আশি—সব বয়সের মানুষ। অভিনয় দক্ষতার পাশাপাশি ফিটনেসের দিক থেকেও তিনি বলিপাড়ায় অনন্য উচ্চতায় পৌঁছেছেন। তার ধারালো চেহারা আর শারীরিক সক্ষমতা ভক্তদের কাছে বরাবরই অনুপ্রেরণা। বিনোদন দুনিয়ার অন্যতম ‘ফিট’ অভিনেতা হিসেবে তাকে মনে করেন অনেকেই।
তবে কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় হৃতিকের ছিল না আজকের মতো নায়কোচিত চেহারা। সে সময় তার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য ছিল তার মায়াবী চোখের চাহনি। ছোটবেলা থেকেই ঈর্ষণীয় সেই চোখে বহু নায়িকা হারিয়েছেন মন। এমনকি মুগ্ধ হয়েছিলেন মেক্সিকান অভিনেত্রী বারবারা মোরেও।
সেই চোখ নিয়েই এবার একটি মানবিক সিদ্ধান্ত নিলেন হৃতিক। মৃত্যুর পর চোখ দান করবেন এই অভিনেতা। জানা গেছে, নিজের ৪৩তম জন্মদিনে তিনি চোখ দানের জন্য নিবন্ধন করেন, যদিও প্রথমে কাউকে বিষয়টি জানাননি। পরে নিজেই বিষয়টি প্রকাশ্যে আনেন এবং অন্যদেরও চোখ দানে উৎসাহিত করেন।
ধারণা করা হচ্ছে, তার এই সিদ্ধান্তের পেছনে অনুপ্রেরণা ছিল ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাবিল’। সেখানে তিনি এক অন্ধ চরিত্রে অভিনয় করেছিলেন, যা তাকে চোখ দানের গুরুত্ব উপলব্ধি করায়।
এদিকে অভিনয়জীবনের ২৫ বছর পূর্ণ করলেন হৃতিক রোশন। দুই দশকেরও বেশি সময় ধরে সফলভাবে পর্দা কাঁপানোর পর এবার তিনি পরিচালকের আসনে বসতে চলেছেন। ‘কৃশ ৪’ সিনেমায় প্রথমবার পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। এই ছবিতে প্রযোজক হিসেবে হৃতিকের পাশে আছেন তার বাবা, বর্ষীয়ান নির্মাতা রাকেশ রোশন। তাদের সঙ্গে যুক্ত হয়েছে যশরাজ ফিল্মসও।
সম্প্রতি সামাজিক মাধ্যমে হৃতিকের সঙ্গে একটি ছবি শেয়ার করে রাকেশ রোশন লেখেন, “ডুগ্গু, ২৫ বছর আগে তোমাকে অভিনেতা হিসেবে উপস্থাপন করেছিলাম। এবার উপস্থাপন করছি পরিচালক হিসেবে।”
এছাড়াও চলতি বছরে মুক্তি পেতে যাচ্ছে হৃতিক রোশন অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘ওয়ার ২’।