ফের কান্তারার মহাকাব্যিক জগতে: প্রকাশিত হল ‘চ্যাপ্টার ১’-এর প্রথম ঝলক

ঋষভ শেট্টির জন্মদিনে অবশেষে প্রকাশ পেল বহু প্রতীক্ষিত ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর প্রথম ঝলক। হম্বলে ফিল্মস প্রযোজিত এই প্রিক্যুয়েল ছবিতে ফের হাজির হচ্ছেন কান্তারার স্রষ্টা ঋষভ শেট্টি, তবে এবার এক মধ্যযুগীয় তরবারিধারী যোদ্ধার অবতারে— চোখে আগুন, হাতে অস্ত্র, আর পেছনে মহাকাব্যিক প্রলয়ের আবহ।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত কান্তারা যেখানে শেষ হয়েছিল, ‘চ্যাপ্টার ১’ তার বহু আগের সময়কাল নিয়ে আসছে পর্দায়। বিশ্বাস, দেবতা, জমি ও অস্তিত্বের লড়াই-এর গল্প এবার আরও গভীর, আরও অতিপ্রাকৃত। নির্মাতাদের ভাষায়, "প্রকৃতি এবার শুধু দর্শক নয়, সাক্ষী ও শাস্তিকারীও বটে।"
প্রথম ঝলকের পোস্টারে দেখা যায়, আগুনরাঙা চোখে রুদ্ররূপে রিশভ শেট্টিকে— যেন জঙ্গলের কোনও রক্ষাকর্তা। কাঁধে রাগ, হাতে তরবারি, পেছনে আগুন। পোস্টার প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। ভক্তরা বলছেন, "এটা কেবল প্রিক্যুয়েল নয়, এক মিথ জন্ম নিচ্ছে।"
প্রযোজনা প্রতিষ্ঠান হম্বলে ফিল্মস তাদের পোস্টে লেখে: "যেখানে জন্ম নেয় কিংবদন্তিরা, আর জঙ্গলের গর্জন প্রতিধ্বনিত হয় — সেখানেই শুরু কান্তারার মহাকাব্য।"
ছবির শুটিং ছিল অনিশ্চয়তা ও দুর্ঘটনায় ভরা। বন বিভাগের নোটিশ, নৌকাডুবির ঘটনা, এবং এক জুনিয়র আর্টিস্টের মর্মান্তিক মৃত্যুর পরও থেমে থাকেনি নির্মাণ। বরং এই বাধাগুলো আরও দৃঢ় করেছে পুরো ইউনিটকে।
ছবিতে থাকছে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম বৃহৎ যুদ্ধদৃশ্য— যেখানে অংশ নিয়েছেন ৫০০ যোদ্ধা ও ৩০০০ জন অংশগ্রহণকারী, পরিচালনায় রয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক কোরিওগ্রাফাররা।
‘কান্তারা: চ্যাপ্টার ১’-এ চিত্রনাট্য, পরিচালনা এবং মুখ্য চরিত্রে রয়েছেন ঋষভ শেট্টি নিজেই। ছবিটি প্রযোজনা করেছেন বিজয় কিরাগান্দুর এবং চালুভে গৌড়া।
‘চ্যাপ্টার ১’ মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ২ অক্টোবর, গান্ধী জয়ন্তী এবং দশেরা উপলক্ষে। বিশ্বব্যাপী বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি।