গায়িকা থেকে অভিনেত্রী: বলিউডে লিসা মিশ্রার রাজকীয় যাত্রা

মার্কিন মুলুকে বেড়ে ওঠা লিসা মিশ্রা বলিউডে এসেছিলেন মূলত গায়িকা হওয়ার লক্ষ্য নিয়ে। কিন্তু মুম্বাইয়ের আলো-আঁধারি রাস্তায় শুধু গানেই থেমে থাকেননি এই প্রতিভাবান তরুণী। এখন তিনি গায়িকা থেকে অভিনেত্রী—দুই ভূমিকাতেই নিজেকে প্রমাণ করে চলেছেন।
অভিনয়ে অভিষেক ‘কল মি বে’-তে
লিসার অভিনয়জীবনের শুরু অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজ ‘কল মি বে’ দিয়ে। এরপর নেটফ্লিক্সের ‘দ্য রয়্যালস’-এ অভিনয় করে দর্শকের নজর কাড়েন। এই রাজকীয় সিরিজের অভিজ্ঞতা নিয়ে লিসা বলেন, “এটা আমার জন্য সত্যিই রাজকীয় অভিজ্ঞতা ছিল।”
গানের শুরু চার বছর বয়সে, ইউটিউবের পথ পেরিয়ে বলিউডে
মাত্র চার বছর বয়সেই গান শেখা শুরু করেন লিসা। ১৩ বছর বয়সে নিজের ইউটিউব চ্যানেল চালু করেন। সেই চ্যানেলের মাধ্যমেই এক প্রযোজকের নজরে আসেন তিনি। এরপর সাত বছর আগে মুম্বাইতে পা রাখেন। গায়িকা হিসেবে বলিউডে প্রথম সুযোগ পেয়েছিলেন ‘ভিরে দি ওয়েডিং’ সিনেমায়, যেখানে সোনম কাপুর নিজেই তাঁকে সুযোগ করে দেন।
“কাপুর পরিবার আমাকে সঠিক পথে চালিত করেছিল, কিন্তু এরপরের পথটা একদমই আমার একার ছিল,” বলেন লিসা।
৫০ অডিশনের পর ‘কল মি বে’-তে সুযোগ
মুম্বাইতে এসে গান গাওয়ার পাশাপাশি অডিশনও দিতে থাকেন লিসা। “কল মি বে”-তে কাজ করার আগে ৫০টির মতো অডিশন দিয়েছিলেন তিনি। “অডিশন আমার জন্য চাকরির ইন্টারভিউয়ের মতো ছিল। প্রত্যাখ্যানকে সহজভাবে নিয়েছি,” বলেন তিনি।
‘একলা লড়াই’ থেকে আজকের সাফল্য
বলিউডে টিকে থাকার লড়াই সহজ ছিল না। লিসা জানান, মুম্বাইতে আসার সময় তিনি হিন্দি জানতেন না। তাই হিন্দি শেখা, ইন্ডাস্ট্রির নিয়ম-কানুন বোঝা—সবই করতে হয়েছে একা। “এই লড়াইটা ছিল একান্ত আমার। তবে আজ যে জায়গায় পৌঁছেছি, তাতে আমি ভীষণ খুশি,” বলেন তিনি।
গান ও অভিনয় দুটোই ভালোবাসেন
লিসার কথায়, “গান আমার শ্বাসপ্রশ্বাস, আর অভিনয়কে আরও আবিষ্কার করতে চাই। অভিনয় আমাকে খুব টানে, আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।”
ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি প্রসঙ্গে লিসা বলেন, “স্বজনপ্রীতি আছে, কিন্তু আমি তার শিকার হইনি। তবে বিশ্বাস করি আলিয়া ভাট, ফারহান আখতারদের মতো তারকারা নিজেদের প্রতিভা দিয়েই জায়গা করে নিয়েছেন।”
তবে সংগীত দুনিয়ায় লিঙ্গবৈষম্যের অভিজ্ঞতা হয়েছে তার। “এখনো সংগীত ইন্ডাস্ট্রিতে পুরুষদের আধিপত্য। তবে গত সাত বছরে কিছুটা পরিবর্তন দেখছি,” বলেন লিসা।শাহরুখ ভক্ত লিসা
আমেরিকায় বড় হলেও বলিউড তার আত্মার জায়গা। প্রিয় তারকার নাম জিজ্ঞাসা করতেই অকপটে বলেন— “শাহরুখ খান।” তার মতে, “আমরা এনআরআইরা শাহরুখের খুব বড় ভক্ত।” এছাড়া আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনের কাজও তাঁর খুব প্রিয়।
গান আর অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও ছিলেন মেধাবী। অর্থনীতিতে স্নাতক লিসা বরাবরই পেয়েছেন পরিবারের সমর্থন। “আমার মা–বাবা সব সময় বলতেন, যা-ই করি না কেন, পড়াশোনায় যেন ঘাটতি না হয়,” স্মরণ করেন তিনি।