‘রাম’ রূপে রণবীর কাপুর, গরু মাংস খাওয়ার পুরনো মন্তব্যে ফের বিতর্কে অভিনেতা

আসন্ন রামায়ণভিত্তিক একটি বড় বাজেটের সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা রণবীর কাপুর। ছবিতে তার বিপরীতে সীতা হিসেবে থাকছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী, রাবণ চরিত্রে অভিনয় করছেন যশ এবং লক্ষ্মণের ভূমিকায় দেখা যাবে রবি দুবেকে।
তবে সিনেমার ঘোষণা আসার পর থেকেই বিতর্কের মুখে পড়েছেন রণবীর। পুরনো এক সাক্ষাৎকারে গরু মাংস খাওয়ার কথা বলেছিলেন অভিনেতা। সেই মন্তব্য ফের উঠে এসেছে আলোচনায়, যেখানে রণবীর বলেছিলেন— “হ্যাঁ, আমি গরু মাংস খেতে ভালোবাসি।” এই মন্তব্য ঘিরেই সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়।
নেটিজেনদের একাংশ বলছেন, গরু মাংস খেয়ে কেউ কীভাবে হিন্দুদের পবিত্র দেবতা রামের চরিত্রে অভিনয় করতে পারেন? সামাজিক মাধ্যমে একজন লিখেছেন— “বলিউডের কী হয়েছে? একজন গরু মাংস খাদক এবার রামের চরিত্রে!”
এই বক্তব্যকে ঘিরেই আরও জোরালো হয় বিতর্ক।
এমন পরিস্থিতিতে অভিনেতা রণবীর কাপুরের পাশে দাঁড়িয়েছেন সংগীতশিল্পী চিন্ময়ী শ্রীপদা। এক্স (সাবেক টুইটার)-এ এক বিতর্কিত পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন—
“আজকাল কে কী খায়, সেটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে! ঈশ্বরের নাম করে অনেক বাবাজিও ধর্ষক হতে পারেন।”
চিন্ময়ীর এমন বক্তব্যে বিষয়টি আরও আলোচিত হয়ে ওঠে, কেউ কেউ তার মন্তব্যকে সাহসী বলে অভিহিত করছেন, আবার কেউ বলছেন, এটি অনাকাঙ্ক্ষিত রূপ নিচ্ছে।
রণবীরের ২০১১ সালের এক সাক্ষাৎকারে দেওয়া মন্তব্যে তিনি বলেন, “আমার পরিবার পেশোয়ার থেকে এসেছে। পাঁঠার মাংস, পায়া আর গরুর মাংস আমাদের খাবারের অংশ। আমি এগুলো খেতে ভালোবাসি।” এই বক্তব্য তার বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী বিতর্ক তৈরি করেছে।
এমনকি কয়েক মাস আগেও এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, রামের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে তিনি নিরামিষ খাওয়া শুরু করেছেন। কিন্তু সমালোচনা তাতে থামেনি।
রামায়ণ নিয়ে নির্মিত সিনেমাটি বলিউডের অন্যতম উচ্চাভিলাষী প্রজেক্ট। ধর্মীয় সংবেদনশীলতা ঘিরে আগেও বলিউডে নানা বিতর্ক হয়েছে, এবার সেই তালিকায় যুক্ত হলো রণবীরের নাম। ধর্মবিশ্বাস ও ব্যক্তিগত জীবনযাপন ঘিরে অভিনেতার পেশাগত চিত্রণ প্রশ্নের মুখে ফেলেছে অনেককে।