‘ওয়ার টু’ আসছে ১৪ আগস্ট, মুক্তির আগেই গড়ল রেকর্ড!

বলিউড সুপারস্টার হৃতিক রোশনের বহুল প্রশংসিত অ্যাকশন ফিল্ম ‘ওয়ার’ মুক্তির ছয় বছর পর অবশেষে আসছে এর বহু প্রতীক্ষিত সিক্যুয়েল ‘ওয়ার টু’। এবার হৃতিকের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন দক্ষিণ ভারতের মেগাস্টার জুনিয়র এনটিআর, যার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার।
বিশ্বব্যাপী ৭,৫০০ স্ক্রিনে মুক্তি: নতুন ইতিহাস গড়ল ভারতীয় সিনেমা
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ওয়ার টু’। মুক্তির আগেই ছবিটি গড়ে ফেলেছে এক নজিরবিহীন রেকর্ড—ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিনেমা বিশ্বব্যাপী ৭,৫০০টিরও বেশি স্ক্রিনে মুক্তি পাচ্ছে।
এটাই ভারতীয় সিনেমার জন্য সবচেয়ে বড় আন্তর্জাতিক মুক্তির পরিসর।
২০০ কোটির বাজেট, ভক্ত-সমালোচকদের মাঝে উত্তেজনা তুঙ্গে
প্রায় ২০০ কোটি টাকার বাজেট নিয়ে নির্মিত হয়েছে অ্যাকশন-প্যাকড ‘ওয়ার টু’। যশরাজ ফিল্মস প্রযোজিত এই হাই-অকটেন থ্রিলার ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে।
অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমা নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী। কারণ, তিনি এর আগেও ‘ব্রহ্মাস্ত্র’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র মতো ব্যবসাসফল ছবি পরিচালনা করেছেন।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। শুধু ভারতে ছবিটি আয় করেছিল প্রায় ৩০০ কোটি টাকা, আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৭৫ কোটি টাকা—সবমিলিয়ে প্রায় ৪৭৫ কোটি টাকার আয় করে নেয় ছবিটি।
‘ওয়ার টু’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় তেলেগু অভিনেতা জুনিয়র এনটিআরের। অন্যদিকে, হৃতিক রোশন যেহেতু বছরে খুব কম ছবি করেন, তাই তাঁর প্রত্যেকটি ছবিই হয়ে ওঠে বিশেষ। ২০২৫ সালেও হৃতিক তাঁর ভক্তদের জন্য বড়সড় চমক নিয়ে আসছেন, এমনটাই আশা করা হচ্ছে।