সেই বেবিটা আমার বোনের সন্তান - তানজিন তিশা

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাস করা জনপ্রিয় অভিনেতা জায়েদ খান এবার হাজির হচ্ছেন ভিন্ন এক রূপে। নিউইয়র্কভিত্তিক গণমাধ্যম ঠিকানা-টিভিতে শুরু করেছেন নিজের সঞ্চালনায় টকশো—‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। প্রতি শুক্রবার দর্শকদের সামনে নতুন অতিথি নিয়ে হাজির হবেন তিনি।
শুরুর পর্বেই অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। টকশোতে ব্যক্তিজীবনের খোলামেলা আলোচনা করেছেন তিশা, উঠে এসেছে ক্যারিয়ার পরিকল্পনা ও গুজব ঘিরে অভিজ্ঞতার কথাও।
শোতে তিশার কাছে জানতে চাওয়া হয়—“পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?” জবাবে অকপট তিশা বলেন, “আই উইল বি আ মাদার। এরমধ্যে আমি বিয়ে করবো, মা হবো।”
তিনি আরও বলেন, “মানুষের প্রফেশনাল লাইফের পাশাপাশি পারসোনাল লাইফও গুরুত্বপূর্ণ। সেটাকে উপেক্ষা বা লুকিয়ে রাখার কিছু নেই।”এরপর তিশার কাছে জানতে চাওয়া হয়—তাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে। জবাবে হাস্যরস মিশিয়ে তিনি বলেন,
“অনেকে বলে আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, এখন নাকি তৃতীয় বিয়ের খোঁজ চলছে! আবার কেউ কেউ বলে, আমার একটা বেবি আছে, যাকে দাদির কাছে লুকিয়ে রাখছি।’’
তিশা বিষয়টি নিয়ে মজা করে বলেন,এসব শুনে আমরা—আমি, আমার পরিবার মিলে অনেক হাসি। কারণ, সেই বেবিটা আমার বোনের সন্তান।”
নতুন এই টকশোর মাধ্যমে প্রবাসী বাঙালিদের কাছে বিনোদনের নতুন মাত্রা যোগ করার প্রত্যাশা করছেন আয়োজকরা। অন্যদিকে, সঞ্চালক হিসেবে জায়েদ খানের আত্মপ্রকাশ নিয়েও ইতোমধ্যে তৈরি হয়েছে কৌতূহল।