“৮ ঘণ্টা নয়, দরকার হলে ১২ ঘণ্টা!” – দীপিকাকে খোঁচা দিলেন রাশমিকা মান্দানা

মা হওয়ার পর কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষায় দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তবে তার এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ ছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘স্পিরিট’ ছবির শুটিংয়ে এই শর্ত না মানায় দীপিকাকে বাদ দেন তিনি। এ নিয়ে ইন্ডাস্ট্রিজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
যেখানে বলিউডের অনেক তারকাই দীপিকার পক্ষে অবস্থান নিয়েছেন, সেখানে ভিন্ন অবস্থানে দেখা গেল দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার সিদ্ধান্তের বিরোধিতা করে মন্তব্য করেন তিনি। বরং ইঙ্গিতপূর্ণভাবে দীপিকাকে খোঁচা দিয়ে বলেন, “আট ঘণ্টা কেন? সিনেমার স্বার্থে দরকার হলে ১২ ঘণ্টাও কাজ করা যায়।”
রাশমিকার যুক্তি: কাজের সময় নির্ধারণ হবে টিমের প্রয়োজন অনুযায়ী
রাশমিকা বলেন, “গোটা দেশ এই বিষয়টি নিয়ে আলোচনা করছে। কিন্তু আমি মনে করি, কাজের সময় নির্ভর করে প্রজেক্ট এবং টিমের ওপর। সিনেমায় সই দেওয়ার আগেই এসব বিষয় স্পষ্ট হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আমি তেলুগু, কন্নড়, তামিল—সব ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সেসব জায়গায় সাধারণত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত, মানে আট ঘণ্টা কাজ হতো। কিন্তু হিন্দি ছবিতে আমাকে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করতে হয়েছে। এমনও সময় গেছে, যখন মনে হয়েছে আমি ১২ ঘণ্টা নয়, টানা ৩৬ ঘণ্টা ধরে কাজ করে চলেছি!”
দীপিকার সিদ্ধান্ত বলিউডে “ওয়ার্ক-লাইফ ব্যালেন্স” নিয়ে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করলেও, রাশমিকার মন্তব্য নতুন করে ইন্ডাস্ট্রির ভেতরে মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে। কেউ বলছেন, পেশাদারিত্বে রাশমিকার স্পষ্টতা প্রশংসনীয়, কেউ আবার একে “অপ্রয়োজনীয় মন্তব্য” বলেও অভিহিত করছেন।