চট্টগ্রামে অক্সিজেন-বায়েজিদ সড়কের বড় অংশ ধসে যান চলাচল বন্ধ

চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ অক্সিজেন-বায়েজিদ-দুই নম্বর গেইটের ৪ লেন সড়কের বড় একাংশ ধসে গেছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে সড়কের বায়েজিদ থানার অক্সিজেন স্টারশিফ ব্রিজের কাছে দুই লেনের অক্সিজেনমুখী সড়কটি ধসে যায়। এতে ওই অংশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টারশিপ এলাকায় ব্রিজের কাছে অক্সিজেন-দুই নম্বর গেইট সড়কের বড় একটি অংশ বিচ্ছিন্ন হয়ে নিচের দিকে ধসে গেছে। এর আশেপাশেও ভাঙন ধরেছে। এতে ওই অংশে ৪ লেনের সড়কটির দুই লেন বন্ধ হয়ে গেছে।
এই সড়কের ৮ নম্বর রুটের বাস চালক সাইফুল ইসলাম জানান, সকালে গাড়ি নিয়ে যেতে দেখি স্টারশিপ অংশে রাস্তা তলিয়ে গেছে। ফলে ৪ লেন সড়কের দুই লেন বন্ধ হয়ে গেছে। এখন একমুখী সড়ক দিয়ে উভয়মুখী গাড়ি চলাচল করছে। এতে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে।
বায়েজিদ থানার উপ পরিদর্শক (এসআই) সামশুল আলম জানান, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম দায়িত্ব পালন করছে।
যান চলাচলে ধীর গতির কারণে অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।