সাংবিধানিক প্রতিষ্ঠানে নির্বাহী হস্তক্ষেপ বন্ধের দাবি সারজিসের

সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ এবং দলীয়করণ বন্ধের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জাতীয় নাগরিক পার্টির সারজিস আলম।
গতকাল (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, 'পিএসসি (সরকারী কর্ম কমিশন) সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে অবশ্যই নির্বাহী বিভাগের নগ্ন হস্তক্ষেপ ও দলীয়করণ থেকে বাঁচাতে হবে। অন্যথায় এসব প্রতিষ্ঠানে সংস্কার নিয়ে আলোচনার কোনও অর্থ থাকবে না।'
সারজিস মনে করেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত না করে শুধু কাঠামোগত সংস্কারের কথা বললে তা অন্তঃসারশূন্য হয়ে পড়ে।
তিনি আরও ইঙ্গিত দেন, বর্তমান বাস্তবতায় এসব প্রতিষ্ঠান কার্যত শাসক দলের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে, যা প্রজাতন্ত্রের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই নানা আলোচনার জন্ম দিয়েছে।