ইশরাক হোসেনের বক্তব্য ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত’: সারজিস আলম

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সাম্প্রতিক বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ইশরাকের ভাষ্য এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের চেয়েও "কয়েকগুণ নিচু মানের" এবং আওয়ামী লীগের পুরোনো কটাক্ষমূলক রাজনীতির ভাষার সাথেই মিলে যায়।
সোমবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন সারজিস আলম।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেনের বক্তব্যের ছয়টি অংশ উল্লেখ করে তিনি বলেন, এগুলো কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বরং ক্ষমতার ভাষায় অপমানজনক হুমকি। তিনি লিখেন, "এভাবে যারা কথা বলেন, তারা জনগণকে প্রতিনিধিত্ব করতে পারেন না। বরং তারা ক্ষমতা ও জনপ্রিয়তার অতিরিক্ত দাবিতে অন্ধ হয়ে পড়েন।"
ইশরাকের বক্তব্যের যে ছয়টি অংশ আলাদাভাবে তুলে ধরেন সারজিস আলম, তা হলো—
১. "যেখানে মব দেখবেন (বৈষম্যবিরোধী, ছাত্রজনতা ও এনসিপিকে ইঙ্গিত করে), সেখানে তাদের উলঙ্গ করে উচিত শিক্ষা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেবেন।"
২. "নাসির উদ্দিন পাটোয়ারী নামের একটা বেয়াদব, বদমাইশ ছেলে।"
৩. "এই ডার্বি নাসিরকে হুঁশিয়ারি দিতে চাই, মুখ সামলে কথা বলেন, তা না হলে আপনাদেরকে রাজনৈতিকভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতির ইতি টেনে দেবো।"
৪. "রাজনীতি অনেক দূরের কথা, এদের প্রাইমারি স্কুলে পাঠানো উচিত।"
৫. "ফেব্রুয়ারি থেকে নির্বাচন যদি একদিনও পেছানোর চেষ্টা করে, তাহলে এই সরকারকে আমরা এক ঘণ্টাও রাখবো না।"
৬. "অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট কী? কিছুই না।"
সারজিস আলম আরও লেখেন, “রাজনৈতিক দলগুলো যদি একে অপরের প্রতি সত্যিকার অর্থে সম্মান দেখাতে চায়, তাহলে প্রত্যেককে সংযম ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করতে হবে। বড় দল হিসেবে বিএনপির দায়িত্ব আরও বেশি। তাদের উচিত ভাষা ও আচরণে সেই উদাহরণ স্থাপন করা।”