জাতীয় সমাবেশ সামনে রেখে জামায়াত নেতার যুবসমাজকে সক্রিয় হওয়ার আহ্বান

আসন্ন ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশকে ঘিরে যুবসমাজকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, এই সমাবেশ জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সোমবার (১৪ জুলাই) সকালে রাজধানীতে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার যুব বিভাগের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ বক্তব্য দেন তিনি। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জাতীয় সমাবেশ সফল করতে যুব নেতৃত্বকে প্রস্তুত করা।
সমাবেশে সভাপতিত্ব করেন যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি হাসানুল বান্না চপল। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আলোচনায় বক্তারা জাতীয় সমাবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, এ আয়োজনের মাধ্যমে ৭ দফা দাবি আদায়ের আন্দোলনে নতুন গতি আসবে। তারা বলেন, দাবি বাস্তবায়িত হলে দেশে গণতান্ত্রিক পরিবেশ ও সুশাসনের পথ সুগম হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক, মাওলানা ইয়াছিন আরাফাত, মহানগর যুব নেতারা এবং দলটির আইন, অর্থ ও সাংগঠনিক নেতৃবৃন্দ।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা জুলাই গণআন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা এবং আহতদের পুনর্বাসনের দাবি জানান। পাশাপাশি পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন ও রাজনৈতিক সংস্কারে 'জুলাই সনদ' বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের তরুণ সমাজ মাদক ও অবক্ষয়ের শিকার, আর সেই প্রেক্ষাপটে ধর্মীয় মূল্যবোধ ও আদর্শিক প্রস্তুতির মাধ্যমে একটি নৈতিক যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই। বক্তারা প্রত্যেক ওয়ার্ডে যুব সংগঠনকে সক্রিয় করে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।
আসন্ন জাতীয় সমাবেশকে ঘিরে ঢাকায় ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে এই যুব সমাবেশের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, নগরীর প্রতিটি বাসায় গিয়ে সমাবেশের দাওয়াত পৌঁছানো হবে।