নতুন নেতৃত্বে কলমাকান্দা বিএনপি, সভাপতি খায়ের, সম্পাদক সাইদুর

দীর্ঘ এক যুগের অচলায়তন ভেঙে ১১ বছর পর নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ সম্মেলন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়ে পড়ে। সম্মেলনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি এমএ খায়ের। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সাইদুর রহমান ভূইয়া, যিনি দীর্ঘদিন তৃণমূলে সক্রিয় ছিলেন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিতে স্লোগানে স্লোগানে মুখর ছিল সম্মেলনস্থল।
সম্মেলনের উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন এবং আবু ওয়াহাব আকন্দ।
সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়ের এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুল।
দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি পদে ৪ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া বলেন, “দলকে সুসংগঠিত করে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সক্রিয় করতে কাজ করব। জাতীয় রাজনীতিতে কলমাকান্দা বিএনপি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা বিএনপি তৃণমূলে পুনরায় সক্রিয় হতে পারবে—এমনটাই আশা করছেন দলীয় নেতাকর্মীরা।