নারী আসন ও দ্বিকক্ষ পার্লামেন্ট নিয়ে আলোচনা: দ্বিতীয় ধাপে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের ১৩তম দিনের বৈঠক চলছে।
সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক শুরু হয়।
বৈঠকের আলোচ্য বিষয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ও দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাব। আলোচনার সূচনা বক্তব্য উপস্থাপন করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও জাবেদ রাসিন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য লে. (অব.) হাসান সোহরাওয়ার্দী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং এবি পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা।
এছাড়া গণঅধিকার পরিষদ, এনপিপি, লেবার পার্টি, জাতীয় পার্টি (একাংশ), বাসদ, জাসদ, জাকের পার্টি, জাগপা, খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং জাতীয় গণফ্রন্টসহ অন্তত ২০টি রাজনৈতিক দলের নেতারা আলোচনা পর্বে অংশ নিচ্ছেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও পৃথক ব্রিফিং দেওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, সংবিধান সংশোধন ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে গঠিত হয় জাতীয় ঐকমত্য কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি থেকে এ কমিশনের কার্যক্রম শুরু হয়েছে।