‘অপরাধ-চাঁদাবাজিতে জাতি আতঙ্কিত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই’ — রওশনপন্থী জাপা

দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ ও নৈরাজ্যে গোটা জাতি চরম আতঙ্কে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ। তিনি বলেন, “বাংলাদেশের ১৮ কোটি মানুষ আজ জানমালের নিরাপত্তা নিয়ে গভীর অনিশ্চয়তায় রয়েছে। এই অবস্থা চলতে থাকলে দেশ অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।”
রোববার (১৩ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় পার্টির (রওশন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সহিংসতার প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মামুনূর রশিদ বলেন, পুরান ঢাকায় ১০ জুলাইয়ের হত্যাকাণ্ডসহ সারাদেশে ধারাবাহিক অপরাধের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তিনি দাবি করেন, “ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে।”
এই প্রেক্ষাপটে তিনি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান। বলেন, “চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বর্তমান সরকারকে ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।”
সামরিক বাহিনীর উদ্দেশে তিনি বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জনগণ আপনার দিকে তাকিয়ে আছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, সৈয়দ ওয়াহেদুল ইসলাম তরুণ ও হাফসা সুলতানা প্রমুখ।