"জাতীয় নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে" — জামায়াত সেক্রেটারি জেনারেল

জাতীয় নির্বাচনকে ঘিরে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, “আওয়ামী দুঃশাসন ও শেখ হাসিনার বিদায়ের পরেও আত্মতৃপ্তির সুযোগ নেই, কারণ প্রশাসন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিবাদের দোসররা অবস্থান করছে।”
বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নির্বাচন প্রক্রিয়ায় ‘অপশক্তির’ বাধা
গোলাম পরওয়ার অভিযোগ করেন, “মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা নির্বাচন প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে চাইলে বারবার একটি অপশক্তি বাধা দিচ্ছে। এই ষড়যন্ত্র আমাদের আবারও পেছনে ঠেলে দিচ্ছে।”
তিনি বলেন, “ইনক্লুসিভ নির্বাচনের নামে আবারও আওয়ামী লীগকে নির্বাচনে আনার চক্রান্ত চলছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দিল্লির আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি হচ্ছে। এখন সেটা দৃশ্যমান।”
জুলাই আন্দোলনের চেতনা ও জাতীয় ঐক্য
জামায়াত নেতা বলেন, “জুলাইয়ের গণআকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রয়োজন। বিভেদ নয়, কমন ইস্যুতে সকল রাজনৈতিক দলকে এক থাকতে হবে।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যুক্তিভিত্তিক বিতর্ক হতে পারে, কিন্তু বিভাজন সৃষ্টি করা যাবে না। সুষ্ঠু নির্বাচন এবং একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে। জুলাই মাসে ব্যাপক গণআন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে দেশীয় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আন্তর্জাতিক মহলেও সক্রিয় কূটনৈতিক তৎপরতা চলছে।