হাসনাত আবদুল্লাহর তীব্র ভাষ্য: “হাসিনার পতন না হলে ডিসি-এসপিরাই গণভবনে প্রমোশনের লাইনে দাঁড়াত”

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রোববার (৬ জুলাই) রাতে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে অনুষ্ঠিত পথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আক্রমণ করে বলেন, “যদি হাসিনার পতন না হতো, তাহলে এই ডিসি-এসপিরাই গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরত। বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, তার আর এই বাংলাদেশে জায়গা থাকবে না।”
পথসভায় হাসনাত আরও বলেন, “আমরা সাংবাদিকদের ওপর নজর রাখছি, যাঁরা জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী হিসেবে চিত্রায়িত করেছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।” তিনি বসুন্ধরা গ্রুপের মিডিয়া দলকেও কঠোর ভাষায় সমালোচনা করেন এবং তাদের ‘অপরাধের বৈধতা উৎপাদনের’ ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে হাসনাত বলেন, “ডিসি, এসপিদের বলছি, আপনারা ভুল করছেন। গত ১৬ বছরের ডিসি-এসপিদের পরিণতি আপনারা ভুলে যাবেন না। যারা স্বৈরাচারের পক্ষে থাকবেন, তাদের এই দেশে কোনো জায়গা থাকবে না।”
তিনি দেশের গোয়েন্দা সংস্থার প্রতি সন্দেহ প্রকাশ করে বলেন, “তারা দেশের সার্বভৌমত্বের বিপরীতে ষড়যন্ত্র করছে। ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক দল গঠন ও ষড়যন্ত্রের সুযোগ দিচ্ছে।”
এর আগে সন্ধ্যায় নগরের রেলগেট থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করে এনসিপি, যা নিউমার্কেট, অলকার মোড়, গণকপাড়া, সাহেববাজার, আলুপট্টি হয়ে পথসভায় মিলিত হয়। পথসভায় দলের প্রধান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।