রংপুরে জামায়াতের জনসভা: “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”—দাবি নেতাকর্মীদের

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে বিভাগীয় জনসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত এই জনসভায় দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’— এই স্লোগানে প্রকম্পিত হয় সমাবেশস্থল। মাঠ ছাড়িয়ে জনতা ছড়িয়ে পড়ে পাশের সড়কেও।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা থেকে আসা নজির উদ্দিন বলেন, “এত রোদে বসে আছি, তবু কষ্ট মনে হচ্ছে না। আল্লাহর জন্য কষ্ট করলে এর ফল কেয়ামতের মাঠে পাওয়া যাবে। বাংলাদেশে আমরা কুরআনের শাসন দেখতে চাই। জামায়াত ছাড়া অন্য দল দিয়ে দ্বীনি সরকার সম্ভব নয়।”
তার আশপাশে থাকা সমর্থকরাও এ বক্তব্যে সম্মতি জানান।
সভায় নারীদের জন্য পৃথকভাবে বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের বিচার ও নির্বাচনপূর্ব প্রয়োজনীয় সংস্কারসহ চার দফা দাবিতে এই জনসভা আহ্বান করা হয়। সকাল থেকেই মঞ্চে হামদ-নাত ও ইসলামী সংগীত পরিবেশন করে সাংস্কৃতিক দলগুলো।
দুপুর ২টার দিকে বিভাগীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে শুরু হয় সভার মূল আনুষ্ঠানিকতা। উপস্থিত নেতাকর্মীদের হাতে দেখা যায় বাংলাদেশের জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং দাঁড়িপাল্লা প্রতীক সম্বলিত ব্যানার-পোস্টার।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন—
জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন
এছাড়া রংপুর বিভাগের আট জেলার নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন।
