বাংলাদেশ ২.০ নয়, আওয়ামী লীগ ২.০-এর আলামত দেখছি: ড. আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, তারা বাংলাদেশ ২.০ গড়তে চেয়েছেন, আওয়ামী লীগ ২.০ নয়। কিন্তু বর্তমানে কারও কারও কথা ও কাজে আওয়ামী লীগের পুরনো রাজনীতিরই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২১ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ উদ্বেগ জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন, “আমরা বাংলাদেশ ২.০ গড়তে চেয়েছি। আওয়ামী লীগ ২.০ নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বর্তমানে কারো কারো কথায়-ব্যবহারে সেই আলামত দেখা যাচ্ছে।”
তিনি আরও লেখেন, “গৌরবের একচ্ছত্র মালিকানা দাবি, ভিন্নমতকে ট্যাগ দেওয়া, চাঁদাবাজি, অহমিকা, অসৌজন্যতা, রাজনৈতিক প্রতিপক্ষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা—এসবই আওয়ামী লীগের রাজনীতির বৈশিষ্ট্য। বাংলাদেশ ২.০ গড়তে চাইলে এসব বাদ দিতে হবে। শুধু কথায় নয়, কাজেকর্মেও এর প্রমাণ দিতে হবে। না হলে, স্বীকার করি আর না করি, দেশে আওয়ামী রাজনীতির এক ধরনের পুনর্বাসন ঘটবে।”
ড. আসিফ নজরুলের এই মন্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি সরকারের অভ্যন্তরীণ পরিস্থিতি ও দৃষ্টিভঙ্গি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।