সরকারি চাকরিজীবীদের জন্য উচ্চতর গ্রেডে বাধা কাটলো, আপিল বিভাগের রায় প্রকাশ

২০০৯ সাল থেকে নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী দুটি করে উচ্চতর গ্রেড দেওয়ার নির্দেশনা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। মঙ্গলবার (১৫ জুলাই) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ ১৮ পৃষ্ঠার এই রায় প্রকাশ করেন। রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
রায়ের ফলে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এই সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী ইব্রাহিম খলিল। তিনি বলেন, রায়ের ফলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও এখন উচ্চতর গ্রেডের সুবিধা পাবেন।
এর আগে, ২০১৭ সালের ফেব্রুয়ারিতে অর্থ মন্ত্রণালয় এক আদেশে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়টি বাতিল করে। ওই আদেশকে চ্যালেঞ্জ করে একাধিক রিট দায়ের করেন সংক্ষুব্ধ চাকরিজীবীরা। হাইকোর্ট সে সময় অর্থ মন্ত্রণালয়ের আদেশকে অবৈধ ঘোষণা করে রায় দেন। পরে তা আপিল বিভাগে ওঠে।
আদালতের নির্দেশনায় বলা হয়, ২০১৫ সালের পে-স্কেলের আলোকে যেসব চাকরিজীবী টাইম স্কেল কিংবা সিলেকশন গ্রেড পেয়েছেন, তাদের ক্ষেত্রেও উচ্চতর গ্রেড প্রযোজ্য হবে। তবে কোনো সুবিধা ২০১৫ সালের ১৫ ডিসেম্বরের আগের তারিখ থেকে কার্যকর হবে না।
সরকারি চাকরিতে নিম্নপদে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতির সুযোগ সীমিত। তাই উচ্চতর গ্রেডের মাধ্যমে আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাওয়ার সুযোগ তৈরি হলো তাদের জন্য। এখন এ রায় বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ।