জুলাই মাসে সর্বোচ্চ পাঁচটি তাপপ্রবাহের আভাস

চলতি জুলাই মাসে দেশের ওপর দিয়ে তিন থেকে সর্বোচ্চ পাঁচটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২ জুলাই) অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু এবং ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম জানান, জুলাইয়ে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে রূপ নিতে পারে। তবে দেশে চলতি মাসে বৃষ্টিপাত স্বাভাবিক থাকতে পারে, এবং বন্যার কোনো আশঙ্কা নেই বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ১০ থেকে ১২ দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এতে করে কিছু এলাকায় সাময়িক স্বস্তি মিললেও তাপপ্রবাহের কারণে জনজীবনে ভোগান্তি দেখা দিতে পারে।
আবহাওয়াবিদরা জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বিশেষ করে গ্রীষ্মমুখর দিনে বাইরে বের হলে পর্যাপ্ত পানি পান, ছায়ায় থাকা এবং শিশু ও বৃদ্ধদের অতিরিক্ত সচেতনতার কথা বলা হয়েছে।