দুদকে তলব শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক

গুলশানে ফ্ল্যাট দখল ও জালিয়াতির অভিযোগে যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক মন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ মে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হতে তাঁকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম। তিনি বলেন, “গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি বিরোধপূর্ণ জমিতে গড়ে ওঠা একটি বহুতল ভবন থেকে নিজ নামে একটি ফ্ল্যাট বিনা মূল্যে রেজিস্ট্রির মাধ্যমে দখলে নেওয়ার অভিযোগ রয়েছে টিউলিপ সিদ্দিক ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে।”
এই বিষয়ে তদন্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত তলব নোটিশে উল্লেখ করা হয়েছে, টিউলিপকে অভিযোগ বিষয়ে তাঁর বক্তব্য রেকর্ডের জন্য তলব করা হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, অর্থ পরিশোধ না করেই ফ্ল্যাট রেজিস্ট্রির মাধ্যমে ইস্টার্ন হাউজিং থেকে অবৈধ সুবিধা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করায় টিউলিপের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে।
এছাড়া পূর্বাচল নতুন শহরে ১০ কাঠা করে মোট ৩০ কাঠা জমির প্লট বরাদ্দের ঘটনায় তাঁর মা শেখ রেহানা, ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং বোন আজমিনা সিদ্দিক রূপন্তীর নামেও অনিয়মের অভিযোগে দুদক পৃথক তিনটি মামলা করেছে। এসব মামলায়ও টিউলিপ সিদ্দিকের প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, একটি আন্তর্জাতিক রাজনৈতিক পরিবারের সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ও জিজ্ঞাসাবাদ নজিরবিহীন।