স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী: মব (গণপিটুনি) ঘটনায় কেউ ছাড় পাবে না

রোববার (৬ জুলাই) রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে বর্তমান সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, মব (গণপিটুনি বা সংঘবদ্ধ সহিংসতা) ঘটনায় জড়িত অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যতই শক্তিশালী হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আগে এসব ঘটনা ঘটলেও সংবাদ পৌঁছাত না, এখন বিস্তৃত অপরাধ পর্যালোচনার প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য হাতে আসছে। যদিও মবের সংখ্যা আগের তুলনায় কমে গিয়েছিল, সম্প্রতি কিছু এলাকায় আবারও এর পুনরাবৃত্তি ঘটেছে, যা কঠোরভাবে মোকাবিলা করা হচ্ছে।
রংপুরের একটি ঘটনার প্রেক্ষিতে ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যারা অন্যায় করবে, তারা এলাকায় থাকতে পারবে না। সময় লাগলেও তাদের আইনের আওতায় আনা হবে।
উত্তরা পূর্ব থানা পরিদর্শনের সময় তিনি থানা সম্পর্কিত কিছু সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দেন।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, এটি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, নির্বাচন কমিশন, প্রশাসন ও অংশগ্রহণকারী দলগুলোও প্রস্তুত থাকতে হবে। পাঁচ-ছয় মাস সময় হাতে আছে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে।
অবশেষে উপদেষ্টা জাহাঙ্গীর আলম সকল নির্বাচনে অংশগ্রহণকারী দলকে অভিযোগের রাজনীতি বাদ দিয়ে মাঠে থাকার আহ্বান জানান এবং বলেন, সরকার ও প্রশাসন সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।