দলগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ঐক্যমতের দাবি আলী রীয়াজের

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। একই সঙ্গে, চলতি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদের খসড়া চূড়ান্ত হওয়ার আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।
রোববার (২০ জুলাই) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৫তম দিনের সংলাপে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আলী রীয়াজ জানান, আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে। তিনি বলেন, এসব বিষয়ে দলগুলোর মধ্যে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হয়েছে।
তিনি আরও বলেন, দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষ নিয়ে আজ সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কিছু বিষয় বাকি থাকায় তা পরবর্তীতে জানানো হবে।
এ সময় তিনি জানান, চলমান রাজনৈতিক সংলাপ এই সপ্তাহের মধ্যেই শেষ হবে বলে কমিশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে।