রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে তথ্য আপা কর্মীদের অবস্থান

রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করছেন তথ্য আপা প্রকল্পের কর্মীরা। রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা ৪০ মিনিটে প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হয়ে তারা সেখানে অবস্থান নেন।
আন্দোলনকারীরা ‘তিন দফা মানতে হবে’, ‘তথ্য আপার দাবি মানতে হবে’—ইত্যাদি স্লোগান দেন। এসময় পুলিশ সচিবালয়ের প্রবেশপথে সতর্ক অবস্থান নেয় এবং সড়ক আংশিকভাবে বন্ধ করে দেয়।
এর আগে সকাল থেকে তারা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় পরিচালিত তথ্য আপা (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের অধীন ১,৪৭৮ জন নারী তথ্যসেবা কর্মকর্তাসহ মোট ১,৯৬৮ জন কর্মকর্তা-কর্মচারী টানা ৪৭ দিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
তাদের দাবি:
১. প্রকল্পের জনবলকে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা
২. কর্তনকৃত বেতন-ভাতা ফেরত দেওয়া
৩. ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে রাজস্বকরণের রোডম্যাপ প্রজ্ঞাপন আকারে প্রকাশ
আন্দোলনকারীদের অভিযোগ, নানা প্রতিশ্রুতি ও আশ্বাসের পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সরকার। তারা বলছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করেও তাদের দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হতে হচ্ছে। অথচ অন্যান্য প্রকল্পের কর্মীদের রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা হয়েছে বা প্রক্রিয়াধীন রয়েছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান আন্দোলনকারীরা।