জুলাই আন্দোলন স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহককে ১ জিবি ফ্রি ডেটা

জুলাই আন্দোলন স্মরণে ১৮ জুলাই দেশের সব মোবাইল ফোন গ্রাহকদের জন্য ১ জিবি করে বিনামূল্যে ইন্টারনেট ডেটা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই ডেটার মেয়াদ থাকবে পাঁচ দিন।
বুধবার (৯ জুলাই) মোবাইল অপারেটরদের কাছে পাঠানো বিটিআরসির নির্দেশনায় বলা হয়, সরকার ঘোষিত 'জুলাই স্মরণ সপ্তাহ'-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি একটি সম্মানসূচক কার্যক্রম যা দেশের মানুষের স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদনের অংশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান। তিনি জানান, "গত জুলাইয়ে যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সরকার থেকে ১ জিবি ফ্রি ডেটা দেওয়ার অনুরোধ পেয়েছি এবং আমরা তা বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজন হলে অতিরিক্ত উদ্যোগও নিতে প্রস্তুত।"
তৈমুর রহমান আরও জানান, বাংলালিংকের ডিজিটাল ইনফোটেইনমেন্ট প্ল্যাটফর্ম 'টফি' এর মাধ্যমে জুলাই আন্দোলন স্মরণে বিশেষ কিছু আয়োজন করার পরিকল্পনাও করা হচ্ছে।
এর আগে, ৮ জুলাই বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্তভাবে অনুমোদন পায়। নির্দেশনা পাওয়ার পর অন্যান্য মোবাইল অপারেটররাও এই ফ্রি ডেটা বাস্তবায়নে প্রস্তুতি শুরু করেছে। গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি রোধে আগে থেকেই বার্তা পাঠানোর পরিকল্পনা করছে অপারেটরগুলো। এই উদ্যোগে দেশের কোটি মোবাইল গ্রাহক উপকৃত হবেন এবং জুলাই আন্দোলনের তাৎপর্য স্মরণে যুক্ত হবে প্রযুক্তি একটি নতুন মাত্রা।