‘সবার জন্য সনদ চাই’ দাবি চাকরিপ্রত্যাশীদের

চাকরিপ্রত্যাশীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে নেমেছেন। তারা ফল পুনর্মূল্যায়ন ও ভাইভায় অংশ নেওয়া সকল প্রার্থীকে সনদ প্রদানের দাবিতে বিক্ষোভ করছেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রার্থীরা অভিযোগ করছেন, ভাইভা পরীক্ষায় স্বচ্ছতা নেই, একই প্রশ্ন হলেও বিভিন্ন বোর্ডে ফলাফলে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। কেউ ভালো করেও ফেল হয়েছেন, আবার কেউ কম প্রস্তুতিতেই পাস করেছেন। এই বৈষম্য দূর না করলে আন্দোলন চলবে বলে জানান তারা।
দাবিদাওয়ার পয়েন্ট
ভাইভা ফলাফল পুনর্মূল্যায়ন
লিখিত ও ভাইভা উভয় পরীক্ষায় অংশ নেওয়া সকলকে সনদ প্রদান
হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুযোগ দেওয়া
আন্দোলনকারীদের বক্তব্য
চট্টগ্রাম থেকে আসা প্রার্থী শারমিন আক্তার বলেন, “লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভায় ভালো করেও আমি বাদ পড়েছি। পাশের একজন যিনি ঠিকমতো উত্তরও দিতে পারেননি, তিনি পাস করেছেন। এটা ন্যায়সংগত নয়।”
অবস্থান কর্মসূচিতে জেলা-শহর থেকে আসা প্রার্থীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ ও স্লোগান দেন—
‘ভাইভায় প্রহসন মানি না’, ‘একই ভাইভা দুই রায়, মানি না মানবো না’, ‘সবার জন্য সনদ চাই।’
জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৪ জুন ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে, যেখানে ৬০,৫২১ জন উত্তীর্ণ ঘোষণা করা হয়। পরে ২৩ জুন সংশোধিত ফলাফলে আরও ১১৩ জন যুক্ত হন।
এনটিআরসিএ জানায়, ২৩ মার্চ অনুষ্ঠিত পরীক্ষার একটি ফল কারিগরি ত্রুটির কারণে বাদ পড়েছিল, যা পরে সংশোধন করা হয়েছে।
তবে ফল প্রকাশের পর থেকেই ভাইভা পরীক্ষায় অনিয়ম ও অসঙ্গতির অভিযোগের কারণে প্রার্থীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। অনেক বোর্ডে পাশের হার উল্লেখযোগ্যভাবে ভিন্ন হওয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবিগুলো না মানা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
এছাড়া তারা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দ্রুত কার্যকরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।