জাতীয় পার্টির মহাসচিব হলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টির মহাসচিব হিসেবে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সোমবার (৭ জুলাই) এ নিয়োগ দেওয়া হয় বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
এর আগে শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন মহাসচিব নিয়োগের মধ্য দিয়ে দলীয় নেতৃত্বে বড় পরিবর্তন এলো বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।