তিন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ফলে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও রয়েছে।
সোমবার (৭ জুলাই) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ জন্য স্থানীয় প্রশাসন ও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামীকাল (৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া, দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশেই রাতের তাপমাত্রা প্রায় একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চট্টগ্রাম ও আশপাশের পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকতে এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানানো হয়েছে।
বি.দ্র.: জলবায়ুভিত্তিক জরুরি তথ্যগুলো হালনাগাদভাবে গ্রহণের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ও গণমাধ্যমের সঙ্গে সংযুক্ত থাকার অনুরোধ জানানো হচ্ছে।