জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘লুটপাট থিমে’ চারটি পোস্টার প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই প্রিলিউড সিরিজ’-এর অংশ হিসেবে ‘লুটপাট’ থিমে চারটি পোস্টার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। শনিবার (৫ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টারগুলো প্রকাশ করা হয়। প্রকাশিত পোস্টারগুলোতে বর্তমান সরকারের শাসনামলে দুর্নীতির বিস্তার, রাষ্ট্রীয় সম্পদের লুটপাট এবং অর্থনৈতিক বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে। শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা এই পোস্টারগুলো জুলাই প্রিলিউড সিরিজের ৫ থেকে ৮ নম্বর হিসেবে গণ্য হচ্ছে।
প্রকাশনার সঙ্গে যুক্ত বার্তায় উল্লেখ করা হয়, “আমার চাওয়া-পাওয়ার কিছু নাই, আমি আসছি মানুষকে দিতে”—এই বক্তব্যের আড়ালে যে বাস্তবতা লুকিয়ে ছিল, তা আজ স্পষ্ট। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত লাগামহীন ও অবিশ্বাস্য মাত্রার লুটপাট আওয়ামী লীগ সরকারের শাসনামলের এক বড় নির্দেশক হয়ে উঠেছে।
শিল্পী দেবাশিস চক্রবর্তী এ বছর জুলাই গণআন্দোলনের অন্যতম কর্মী হিসেবে কাজ করছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তিনি 'জুলাই পুনর্জাগরণ' অনুষ্ঠানমালার অংশ হিসেবে এই পোস্টারগুলো ডিজাইন করেন। মূলত ১০টি পোস্টার প্রকাশের পরিকল্পনা থাকলেও, দর্শক-সমালোচক ও সাধারণ মানুষের আগ্রহে সাড়া দিয়ে পোস্টারের সংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রতিটি পোস্টারেই ফুটে উঠবে জুলাই আন্দোলনের পটভূমি, ঐতিহাসিক বাস্তবতা এবং আন্দোলনের নেপথ্যের কারণ।
আয়োজক পক্ষ জানিয়েছে, পোস্টারগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়াও প্রিন্ট সংস্করণে জনসম্মুখে প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে তরুণ প্রজন্ম বাংলাদেশের গণতান্ত্রিক লড়াইয়ের ইতিহাস সম্পর্কে আরও সচেতন হয়।