সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
এ টি এম শামসুল হুদা ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, যা অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়।
উইকিপিডিয়ার তথ্যানুযায়ী, শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) অংশ হয়ে দায়িত্ব পালন করেন।
চাকরি জীবনে তিনি বাগেরহাটে মহকুমা প্রশাসক (এসডিও), পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন।
সিইসি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব রক্ষা করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তার নেতৃত্বে নির্বাচন কমিশনের ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়।
তার মৃত্যুতে প্রশাসন, রাজনৈতিক অঙ্গন এবং নাগরিক সমাজের অনেকে শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে বলা হয়েছে, “এ টি এম শামসুল হুদা ছিলেন একজন দক্ষ ও নিষ্ঠাবান প্রশাসক, যিনি গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”