দেশের ৬ অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ের সতর্কতা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকাগুলোতে আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সেখানে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া চলার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, এসব অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
সকালের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে