ধান মাড়াইয়ের খলা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল হাবিবের, হত্যাকাণ্ডের ছয় আসামি গ্রেফতার

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ধান মাড়াইয়ের খলা নিয়ে বিরোধের জেরে হাবিব মিয়া হত্যা মামলার এজাহারনামীয় পাঁচ আসামি ও এক সন্দিগ্ধকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বুধবার (২ জুলাই) সকালে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত এজাহারভুক্ত পাঁচ আসামি হলেন—মৃত জয়নুলের ছেলে তারাব নুর (৩৫), ইজ্জত আলীর ছেলে আজিদ নুর (৫৫), আজিদ নুরের ছেলে সোহেল (২০), তারাব নুরের স্ত্রী ফারজানা (২৮), এবং মৃত জয়নুলের আরেক ছেলে শামীম (২৮)। এছাড়া সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে আজিদ নুরের ছেলে রাহেল (২০)। তারা সবাই খালিয়াজুরী উপজেলার বল্লী (নতুনপাড়া) গ্রামের বাসিন্দা। র্যাব-১৪ (সিপিসি-২) এর মিডিয়া অফিসার বুধবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল বিকেলে ধান মাড়াইয়ের খলা ব্যবহারের দ্বন্দ্বকে কেন্দ্র করে ভুক্তভোগী হাবিব মিয়ার সঙ্গে আসামিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা হাবিব মিয়াকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেদিন রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মালা বেগম (৪০) পরদিন ৪ এপ্রিল খালিয়াজুরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। অবশেষে বুধবার সকালে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয় সংস্থাটি। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।