নেত্রকোণা আদালতে ভাবী হত্যায় রাসেলের ফাঁসি

নেত্রকোণার পূর্বধলায় গলা কেটে ভাবীকে হত্যার দায়ে চাচাতো দেবর মো. রাসেল মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া (২৮) পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। নিহত লিপি আক্তার (৩০) ছিলেন একই গ্রামের পঞ্চগড় ব্যাটালিয়নের ১৮ বিজিবির ল্যান্স নায়েক মো. আজিজুল ইসলামের স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, আজিজুল ইসলাম চাকরির সুবাদে বাড়িতে না থাকায় তার স্ত্রী লিপি আক্তারকে দীর্ঘদিন ধরে প্রেমসহ কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলেন রাসেল মিয়া। এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ২০২০ সালের ৩ অক্টোবর গভীর রাতে ঘরে ঢুকে এন্টিকাটার দিয়ে গলা কেটে তাকে হত্যা করেন তিনি। এ ঘটনায় পরদিন নিহতের বড় বোন ফেরদৌসী বেগম পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম জানান, মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। একইসঙ্গে আসামি রাসেল মিয়াও আদালতে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
রায়ে বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন।