যুক্তরাষ্ট্র ও জাপানের বাণিজ্য আলোচনায় শুল্ক হুমকি ও পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৯ জুলাইয়ের মধ্যে যদি যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে বাণিজ্য চুক্তি না হয়, তবে তিনি জাপানের ওপর ৩০ থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।
ট্রাম্পের মতে, তিনি চুক্তির সময়সীমা আর বাড়াতে আগ্রহী নন এবং জাপানের সঙ্গে চুক্তি হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এর আগে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র জাপানের ওপর ২৪ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা পরে বেশিরভাগ ক্ষেত্রে সাময়িকভাবে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছিল আলোচনার জন্য। এই সময়সীমা ৯ জুলাই শেষ হতে যাচ্ছে।
জাপানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি। তবে ডেপুটি চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাজুহিকো আওকি বলেছেন, মার্কিন সরকারের প্রতিটি মন্তব্যে জাপান প্রতিক্রিয়া জানায় না।
বর্তমানে জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর সাধারণত ১০ শতাংশ শুল্ক রয়েছে, যানবাহনে ২৫ শতাংশ, এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামে ৫০ শতাংশ।
জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, চুক্তি হলে তা এমন হবে না যা জাপানের কৃষকদের ক্ষতিগ্রস্ত করে।