শান্তিপূর্ণ আচরণ করলে ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে: ট্রাম্প

ইরান যদি শান্তিপূর্ণভাবে আচরণ করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে, তবে তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে—এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৯ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, ট্রাম্প বলেন, “যদি তারা (ইরান) শান্তিপূর্ণভাবে থাকে, আমাদের সঙ্গে যুক্ত হয়, আর কোনো ক্ষতি না করে— তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি।”
তিনি বলেন, কঠোরতা নয়, বরং সদয় এবং শান্তিপূর্ণ কূটনীতি অনেক বেশি কার্যকর। তাঁর ভাষায়,
“নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য একটি বড় পরিবর্তন বয়ে আনতে পারে।”
ইউরেনিয়াম নিয়ে ইরানের প্রস্তুতির কথাও জানান ট্রাম্প - সাক্ষাৎকারে ট্রাম্প ফের দাবি করেন, যুক্তরাষ্ট্র হামলা চালানোর আগে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি। কারণ এটি এমন এক বিপজ্জনক পদার্থ যা দ্রুত সরানো সম্ভব নয়।
তিনি বলেন, “আমরা খুব একটা আগাম সতর্কবার্তা দিইনি। ফলে তারা কিছু সরিয়ে নিতে পারেনি। এমনকি তারা ভাবতেও পারেনি আমরা এটা করে ফেলব।”
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরান এখন ‘ক্লান্ত’, ফলে তাদের পক্ষে আর পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
“পরবর্তী কিছু সময়ের জন্য তারা পরমাণু নিয়ে কিছু করবে না। তাদের অবস্থা এমন যে— তারা আর পারছে না।”
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে গঠিত আব্রাহাম চুক্তিতে আরও কিছু দেশ যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। যদিও তিনি কোনো দেশের নাম প্রকাশ করেননি।
তিনি বলেন, “আমাদের সঙ্গে ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ দেশ রয়েছে। এখন আমরা আরও কয়েকটি দেশ এতে যোগ দিতে দেখবো। কারণ, ইরানই ছিল এই পুরো অঞ্চলের মূল সমস্যা।”