ইসরায়েল-রাশিয়ার গোপন আলোচনায় ইরান ও সিরিয়া ইস্যু, যুক্তরাষ্ট্রের সঙ্গেও চুক্তির প্রস্তুতি

ইরান ও সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে গোপন আলোচনার সূচনা করেছে ইসরায়েল। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতির ফাঁকে দেশটি কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।
তথ্যটি নিশ্চিত করেছে ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’। আনাদোলু বার্তাসংস্থার বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-রাশিয়া আলোচনার বিষয়বস্তু মূলত ইরান ও সিরিয়ার সঙ্গে সম্পর্কিত দ্বন্দ্ব ও তার কূটনৈতিক সমাধান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাশিয়া যখন ইসরায়েল-ইরান বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেয়, তখনই যুদ্ধবিরতির এক সপ্তাহের মাথায় ইসরায়েল মস্কোর সঙ্গে আলোচনা শুরু করে। আলোচনার বিস্তারিত বিষয় প্রকাশ করা হয়নি, তবে ইঙ্গিত আছে যে এটি ইরান ও সিরিয়া ইস্যু নিয়ে।
সঙ্গে সঙ্গে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গেও একটি বিস্তৃত কাঠামোগত চুক্তির প্রস্তুতি নিচ্ছে। কানের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ওয়াশিংটনে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ইরান বিষয়ে একটি কাঠামোর রূপরেখা উপস্থাপন করা হবে।
এই কাঠামোটি লেবাননের সঙ্গে ইসরায়েলের আগের অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংক্রান্ত চুক্তির মতো হতে পারে।
অন্যদিকে, যুদ্ধবিরতির পর ইসরায়েল আরব দেশগুলোর সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তি বা আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণেও পদক্ষেপ নিচ্ছে। ইতোমধ্যেই কয়েকটি আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে, এবং এখন সিরিয়ার সঙ্গেও সম্ভাব্য আলোচনা শুরু হতে পারে, যদিও সরকারিভাবে এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি।
এই গোপন আলোচনাগুলো ইসরায়েলের কূটনৈতিক চিত্রকে নতুন করে গড়ে তুলতে পারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইরান বিরোধী নীতি এবং নিরাপত্তা বিষয়ক সমঝোতায়।