গ্রিসের ক্রিট দ্বীপে ভয়াবহ দাবানল: তিন হাজারের বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে

গ্রিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্রিট দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে শুরু হওয়া এই আগুনে বিস্তীর্ণ বনভূমি পুড়ে গেছে এবং বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অন্তত চারটি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির দমকল বিভাগ।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রায় তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের প্রচেষ্টা ব্যাহত হয়।
ঘটনাস্থলে অন্তত ১৫৫ জন দমকলকর্মী কাজ করছেন এবং ৩৮টি ইঞ্জিন ও জলবাহী ট্রাক আগুন নিয়ন্ত্রণে ব্যবহৃত হচ্ছে। রাজধানী এথেন্স থেকেও অতিরিক্ত দমকলকর্মী ও বিমান পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এক দমকলকর্মী রয়টার্সকে জানান, “আগুনের ভয়াবহতা অনেক বেশি। শক্তিশালী বাতাস ও পার্বত্য এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।”
গ্রিসে প্রতি গ্রীষ্মেই দাবানলের ঘটনা ঘটে থাকে। তবে দেশটির কর্তৃপক্ষ বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে এবারের দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করছে।
এদিকে, কেবল ক্রিট নয়, বুধবার সন্ধ্যায় কিথিরা দ্বীপ এবং চালকিদিকি অঞ্চলেও দাবানলের সঙ্গে লড়ছে দমকল বাহিনী।