ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী প্রথমবার মিউজিক ভিডিওতে

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন। সম্প্রতি তিনি ‘ময়না’ শিরোনামের একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন, যা নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানটির সুর করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন। শিগগিরই ‘গানচিল মিউজিকে’র ব্যানারে এটি প্রকাশ পাবে।
মিউজিক ভিডিওর মাধ্যমে নতুন রূপে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন বুবলী, যেখানে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তিনি।
এদিকে, বুবলী অভিনীত তিনটি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে — ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’ ও ‘শাপলা শালুক’। বুবলী আশা প্রকাশ করেছেন, এই সিনেমাগুলোতে দর্শক তাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখতে পারবে।