জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ভর্তির দ্বিতীয় মেধা তালিকা আজ প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধা তালিকা আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। একই সময় প্রথম মেধা তালাভুক্ত শিক্ষার্থীদের জন্য বিষয় পরিবর্তনের ফলাফলও প্রকাশ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরী। তিনি বলেন, “প্রথম মেধা তালিকায় স্থান না পাওয়া শিক্ষার্থীরা আজ প্রকাশিত দ্বিতীয় মেধা তালিকায় স্থান পেতে পারেন। বিকেল ৪টা থেকে শিক্ষার্থীরা ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) দেখতে পারবেন।”
তবে ঠিক কত আসন ফাঁকা রয়েছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আমরা এখনো এ বিষয়ে কাজ করছি। কাজ শেষ হলে বিস্তারিত জানানো হবে।”
এর আগে প্রকাশিত প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছিলেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন, যার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। পাসের হার ছিল প্রায় ৮২ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে মাত্র ৩৩.২৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন ৫০-এর বেশি নম্বর, আর বাকি ৬৬.৭২ শতাংশ পেয়েছেন ৫০-এর নিচে।
ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বর্তমানে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে দেশের ৮৮১টি কলেজে—এর মধ্যে সরকারি ২৬৪টি ও বেসরকারি ৬১৭টি। ২০২২–২৩ শিক্ষাবর্ষে এসব প্রতিষ্ঠানে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ৩৬ হাজার ২৮৫টি।
এছাড়া ডিগ্রি (পাস কোর্স) স্তরে দেশের ১,৯৬৯টি কলেজে ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি।
ভর্তি কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধা, আদিবাসী, প্রতিবন্ধী ও পোষ্য—এই পাঁচটি কোটার জন্য প্রতিটি বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন সংরক্ষিত থাকবে।