মুন্সীগঞ্জ জেলা পুলিশকে গাড়ি উপহার দিল যমুনা ব্যাংক ফাউন্ডেশন

মুন্সীগঞ্জ জেলা পুলিশের বহরে যুক্ত হলো নতুন একটি হাইস গাড়ি। সোমবার (৭ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই গাড়ির চাবি হস্তান্তর করে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। ৪০ লাখ টাকা মূল্যের হাইস গাড়ির চাবি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকের হাতে তুলে দেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ। পরে এক আলোচনায় তিনি পুলিশের প্রতি সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতেও দেশের নিরাপত্তা বাহিনীর পাশে থাকবে যমুনা ব্যাংক।
অনুষ্ঠানে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশ স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। তিনি এ ধরনের উদ্যোগকে পুলিশ ও জনসেবার মধ্যে সেতুবন্ধন হিসেবে আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, আলহাজ্ব নুর মোহাম্মদ ট্রাস্টের পরিচালক হাজ্বী মাহবুবুল হক আফানুর, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ ও মো. ফিরোজ কবির, জেলা যমুনা ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবস্থাপকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ উপহার জেলা পুলিশের চলমান কার্যক্রমে নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।