টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে দুই নারীসহ নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।সোমবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—ময়মনসিংহ কোতোয়ালি থানার বাসিন্দা বাসন্তী (৫০) ও নিহত সুয্য’র স্ত্রী ফুলকুমারী (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ধনবাড়ী যাচ্ছিল। পথে বাঘিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন পাঁচজন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ধনবাড়ী থানা পুলিশ দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে।