টেকনাফে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযান: বিপুল অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার

টেকনাফের জাদিমুরা পাহাড়ে সশস্ত্র ডাকাতদের বিরুদ্ধে কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) মধ্যরাতে শুরু হওয়া এই অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক এবং এক অপহৃত ব্যক্তি।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও টেকনাফ থানা পুলিশ। অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা এলোপাতাড়ি গুলি চালায়। যৌথ বাহিনী পাল্টা ফাঁকা গুলি ছুড়লে তারা গভীর পাহাড়ে পালিয়ে যায়।
অভিযানে ১টি জি-৩ রাইফেল, ১টি ৯ মিমি ও ১টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ৩টি একনলা দেশি অস্ত্র, ৩ হাজার ১০০ রাউন্ড রাইফেলের গুলি, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ১ কেজি আইস (মূল্য প্রায় ৫ কোটি টাকা), ৪ লিটার দেশি মদ এবং একজন অপহৃত ব্যক্তি উদ্ধার হয়।
ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকের বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানান, কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার হারুন-অর-রশীদ।